1. admin@banglarkagoj.com : admin :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নামে নতুন দলের আত্মপ্রকাশ

বাংলার কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৮ বার পঠিত

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের নেতৃত্বে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।রফিকুল আমীন দলটির আহ্বায়ক এবং ফাতিমা তাসনিম সদস্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
অনুষ্ঠানের সূচনায় পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে শুভেচ্ছা বক্তব্যে রফিকুল আমীন দলটির নাম ঘোষণা করেন এবং ভবিষ্যৎ লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
রফিকুল আমীন বলেন, ‘স্বাধীনতা অর্জনের ৫৪ বছরেও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের সঙ্গে লড়াই করে চলেছে। তাই দেশের মানুষকে এক হয়ে স্বৈরাচার বিদায় করতে হয়েছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ আ-আম জনতা পার্টি।’
দলটির সদস্যসচিব ফাতিমা তাসনিম তার স্বাগত বক্তব্যে বলেন, ‘রাজনৈতিক সচেতনতা না থাকলে দেশে আবার স্বৈরাচার সরকার গঠন হতে পারে। দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব ফাতিমা তাসনিম চলতি সপ্তাহের রবিবার গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেন। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন দলে যোগ দেন এবং সদস্যসচিবের দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে নতুন এ দলের ২৯৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ সময় অন্যদের মধ্যে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর