সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর আইসিসি রাংকিংয়ে বাংলাদেশের ব্যাপক রদবদল হয়েছে। আজ বুধবার আইসিসি প্রকাশিত সাপ্তাহিক রাংকিংয়ে উন্নতি হয়েছে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদদের। তবে অবনতি ঘটেছে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের মতো তারকাদের।
আইসিসি টি-টোয়েন্টি বোলার র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে তাসকিন আছেন ২৩ নম্বরে। ডানহাতি এই পেসারের রেটিং এখন ৫৭৯। জিম্বাবুয়ে সিরিজে প্রথম তিন ম্যাচ না খেললেও শেষের দুই ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। সেখানে দারুণ বল করে পাঁচ ধাপ এগিয়েছেন এই বাঁহাতি পেসার। তবে টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র্যাঙ্কিং বেশ জমে উঠেছে। বিশ্বকাপের আগমুহূর্তে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিব আল হাসান ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।