জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ মাহমুদ স্বপন উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে উপজেলা হাসপাতাল ভবনের কম্পাউন্ডসহ সব ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। জাতীয় সংসদের হুইপের এমন অভিনব উদ্যোগ নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ তার নির্বাচনী এলাকায় তিনি প্রশংসায় পঞ্চমুখর। অভিযানের সময় সাদা টি শার্ট, সাদা প্যান্ট, হাতে গ্লাবস পড়ে তিনি পুরোদুস্তর পরিচ্ছন্নকর্মী হয়ে গেছেন। দেখে বোঝারই উপায় নাই তিনি একজন সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ। অভিযান চলাকালে হুইপ স্বপন বলেন, মানুষ চিকিৎসা ও সুস্থতার জন্য হাসপাতালে আসেন। আর সেই হাসপাতালে যদি নোংরা পরিবেশ থাকে, তাহলে মানুষ সেখানে আস্থা হারিয়ে ফেলে আরও বেশি অসুস্থ হয়ে যায়। জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে আমি নিজ উদ্যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি। এটি চলবে। পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোকছেদ আলী মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবু শফি মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ওমপ্রকাশ আগরওয়ালা, আক্কেলপুর থানার ওসি নয়ন হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক খাদেমুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী ও নার্সরা।