ইংরেজি নববর্ষ ২০২৫ উদযাপনের অংশ হিসেবে আতশবাজি ও ফানুস ওড়াতে গিয়ে দুই শিশু দগ্ধ। ঐ দুই শিশু দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। এদের একজনের নাম ফারহান (৮)। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরেক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তার নাম জানা যায়নি। আহত শিশুদের পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান।
আজ বুধবার (১ জানুয়ারি) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে জানা যায়, ইংরেজি নতুন বছর বরণে পটকা ফোটানোর কারণে দুই শিশু দগ্ধ হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে।