অনেক চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের গাজী টায়ার ফ্যাক্টরির আগুন। ফায়ার সার্ভিসের নির্লস প্রচেষ্টায় গতকাল সোমবার রাত ৭টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মো. রেজাউল করিম। সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন কারখানাটিতে রোববার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এর আগে ওই দুর্বৃত্তরা কারখানাটিতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। ছয়তলা ভবনের কারখানাটিতে ১৭৬ জন নিখোঁজ বলে দাবি করেছেন তাদের স্বজনরা। তবে তাদের ভাগ্যে কি ঘটেছে তা কেউ জানে না। কারখানা কর্তৃপক্ষ বলছে, নিখোঁজ ব্যক্তিরা কারখানার কোন শ্রমিক নন, তারা সকলেই বাইরের লোক। লুটপাট করতে গিয়ে তারা হয়তো আটকা পড়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মো. রেজাউল করিম বাংলার কাগজকে বলেন, ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের বিষয়ে এখনই বলা যাচ্ছে না। পুলিশ ও প্রশাসনের লোকজন নিখোঁজের তালিকা করছেন। আমরা উদ্ধার কাজ এখনো শুরু করতে পারিনি। কারণ ভবনটিতে অস্বাভাবিক আগুনের তাপ রয়েছে। তাপমাত্রা স্বাভাবিক হলেই উদ্ধারকাজ শুরু করা হবে।
সম্পাদক ও প্রকাশক : ইফতেখার আলম
অফিস: হাউজ নং: ৩৩, রোড- বি ব্লক,দক্ষিন গাজিরচট, আশুলিয়া , সাভার - ঢাকা।