1. admin@banglarkagoj.com : admin :
শুক্রবার, ০২ মে ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

প্রোটিয়া বোলারদের তোপে ৫৬ রানে শেষ আফগানিস্তান

বাংলার কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১০৩ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ প্রথম সেমিফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। তবে প্রোটিয়া বোলারদের বিধ্বংসী বোলিংয়ে প্রথমে ব্যাট করা আফগানরা মাত্র ৫৬ রানে গুটিয়ে গেছে।

আজ বৃহস্পতিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে শেষ চারের ম্যাচে খেলছে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।

তবে রশিদ খানের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেছেন দক্ষিণ আফ্রিকান বোলাররা। প্রথম ওভার থেকেই আফগান ব্যাটারদের ছন্দ-পতন ঘটান মার্কো জানসেনরা। মুড়ি-মুড়কি মতো উইকেট হারাতে থাকে ইতিহাস গড়ে সেমিতে ওঠা দলটির। চলমান বিশ্বকাপে প্রোটিয়ারা এখনও পর্যন্ত অপরাজিত হিসেবে সেমিফাইনালে উঠেছে। আর আফগানরা সুপার এইটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ে সেমিতে জায়গা করে নিয়েছে। আজ দুদলই তাদের একাদশ অপরিবর্তিত রেখেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর