প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে, বাংলাদেশ তাদের নিয়ে চলবে।
রোববার (২ জুন) গণভবনে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা স্বাধীনতার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছেন। পরিবারের সদস্যরা জানার পরেও স্বাধীনতার কথা মুখে বলা নিষেদ ছিল।
দেশে এমন কিছু লোক আছে যারা বেশ জ্ঞানী-গুণী, কিন্তু তারা শুধু নিজেদের আরাম-আয়েশের দিকে তাকায়। গ্রামের কৃষক ও সাধারণ মানুষ ভালো থাকবে শক্তিশালী হবে, নিজের ও দেশের উন্নয়নে সিদ্ধান্ত নেবে–এটা তারা মানতে পারে না। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে হবে। ছোট বোন রেহানা ও আমি ছেলেমেয়েদের একটা জিনিস শিখিয়েছি যে, তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারব না। তোমাদের একটাই সম্পদ, সেটা হলো শিক্ষা। এটা অর্জন করলে কেউ কেড়ে নিতে করতে পারবে না।