1. admin@banglarkagoj.com : admin :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

যারা উন্নয়নে সহযোগিতা করবে, তাদের নিয়ে দেশ চলবে : প্রধানমন্ত্রী

বাংলার কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৪৭ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে, বাংলাদেশ তাদের নিয়ে চলবে।

রোববার (২ জুন) গণভবনে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা স্বাধীনতার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছেন। পরিবারের সদস্যরা জানার পরেও স্বাধীনতার কথা মুখে বলা নিষেদ ছিল।
দেশে এমন কিছু লোক আছে যারা বেশ জ্ঞানী-গুণী, কিন্তু তারা শুধু নিজেদের আরাম-আয়েশের দিকে তাকায়। গ্রামের কৃষক ও সাধারণ মানুষ ভালো থাকবে শক্তিশালী হবে, নিজের ও দেশের উন্নয়নে সিদ্ধান্ত নেবে–এটা তারা মানতে পারে না। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে হবে। ছোট বোন রেহানা ও আমি ছেলেমেয়েদের একটা জিনিস শিখিয়েছি যে, তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারব না। তোমাদের একটাই সম্পদ, সেটা হলো শিক্ষা। এটা অর্জন করলে কেউ কেড়ে নিতে করতে পারবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর