1. admin@banglarkagoj.com : admin :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

শেখ হাসিনার পুনরুত্থান ঠেকাতে প্রয়োজন জাতীয় মহাঐক্য : লিংকন

বাংলার কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১১১ বার পঠিত

শেখ হাসিনার পুনরুত্থান ঠেকাতে জাতীয় মহাঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোট শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে কুষ্টিয়ার মিরপুর বাজার ঈগল চত্বরে এক শান্তি সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

লিংকন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পুনরুত্থান ঠেকাতে হলে প্রয়োজন মহাঐক্য। এর কোন বিকল্প নাই। প্রশাসনের সর্বস্তরে আওয়ামী লীগ জগদ্দল পাথরের মতো বসে আছে। তাই ফ্যাসিবাদ শেখ হাসিনার পুনরুত্থান ঠেকাতে হলে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও হেফাজত ইসলামসহ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উপজেলা জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি মো. মোজাম্মেল হক জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন মিরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহাবুল ইসলাম জোয়ার্দ্দার কুষ্টিয়া নিরাপদ সড়ক চাই এর সভাপতি মোঃ কে এম জাহিদ হোসেন, মিরপুর উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুল রশিদ জুয়েল ও এম.এ মমিন মল্লিকসহ আরও অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর